Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

জেলা শিক্ষা অফিস, ফেনী এর অর্জন সমূহ :

১. বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ : ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তকের বরাদ্দ    ২০০৮৪১৪৭ (দুই কোটি চুরাশি হাজার একশত সাতচল্লিশ) টি। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ২০০৮৪১৪৭ (দুই কোটি চুরাশি হাজার একশত সাতচল্লিশ) টি। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের হার  ১০০%।

২. মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রম : জেলার মোট শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা, স্কুল এন্ড কলেজ, কলেজ) সংখ্যা ৩১৯ টি। জেলার মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা ২৭০ টি। মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রম বাস্তবায়রনর হার ৮৪.৬৪%।

 

৩. শিক্ষক প্রশিক্ষণ : কর্মরত শিক্ষক/শিক্ষিকার  সংখ্যা ৪২১৪ জন। বিভিন্ন প্রশিক্ষণ (সৃজনশীল প্রশ্নপদ্ধতি বিষয়ক, কারিকুলাম বিস্তরণ, পিবিএম, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা, সিপিডি, লিডারশীপ, ইন-সার্ভিস, জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা, আইসিটি এবং কম্পিউটার, আইসিটি ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদি) প্রাপ্ত শিক্ষক/শিক্ষিকার সংখ্যা ৪০৫৩ জন। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক/শিক্ষিকার হার ৯৬.১৮%।

৪. সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা : জেলার মোট শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা, স্কুল এন্ড কলেজ, কলেজ) সংখ্যা ৩১৯ টি। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বাস্তবায়নকারী শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা ২৩২ টি। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বাস্তবায়নের হার ৭৭.৫৯%।

৫. IMS –এ অন্তর্ভুক্তি এবং তথ্য হালনাগাদকরণ : IMS (Institute Management System)–এ অন্তর্ভুক্ত সম্ভাব্য শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা ২৯৯ টি। IMS–এ তথ্য হালনাগাদকৃত শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা ২৯৯ টি। IMS–এ তথ্য হালনাগাদ ১০০%।

৬. ISAS ক্যাটাগরি : ISAS(Institutional Self Assessment Summary)-এ A থেকে E ক্যাটাগরিভুক্ত মাধ্যমিক/নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৭৭ টি। A ক্যাটাগরিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ৩.২০%। B ক্যাটাগরিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ৪৭.৩৫%। C ক্যাটাগরিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ৪৬.৫৫%। D ক্যাটাগরিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান  ২.৯০%। E ক্যাটাগরিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান  ০%।