গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা শিক্ষা অফিসারের কার্যালয়
ফেনী।
সিটিজেন চার্টার
ক্রম
|
সেবার নাম
|
সেবার বর্ণনা/ প্রদান পদ্ধতি
|
সময়
|
সেবারমূল্য/ফ্রি/চার্জ
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
|
1
|
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি প্রদান ও নবায়ন
|
কর্তৃপক্ষের নির্দেশক্রমে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি প্রদান, স্বীকৃতি প্রদান এবং বিদ্যালয় ও মাদরাসা স্থাপনের পূর্বানুমতি প্রদানের জন্য পরিদর্শনের মাধ্যমে উপযুক্ততা যাচাইকরণ এবং উহার প্রতিবেদন সংশ্লিষ্ট বোর্ড, আঞ্চলিক উপপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিধপ্তরে প্রেরণ।
|
পরিদর্শনের পর 10 কর্মদিবসের মধ্যে। |
প্রযোজ্য নহে।
|
জেলা শিক্ষা অফিসার
|
2
|
ক) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তিকরণ | বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীগণের অনলাই এমপিওভূক্তি, বিএড স্কেল, উচ্চতর স্কেল, এমিপওভূক্তি থেকে নাম কর্তন, এপি স্কেল, ইনডেক্সধারীদের বকেয়া ইত্যাদি যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন। |
নির্ধারিত সময়সূচী মোতাবেক
|
প্রযোজ্য নহে।
|
জেলা শিক্ষা অফিসার
|
|
খ) বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীরগণের আবেদন অগ্রায়ন | বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল,কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) শিক্ষক কর্মচারীগণের জন্ম তারিখ সংশোধন, নামের আক্ষরিক ভূল সংশোধন, প্রতিষ্ঠানের নাম সংশোধন ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন। | আবেদন প্রাপ্তির 5 কর্মদিবসের মধ্যে প্রেরণ। |
প্রযোজ্য নহে।
|
জেলা শিক্ষা অফিসার
|
|
গ)বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত | বেসরকারি কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের এমপিও ভূক্তির ও অন্যান্য বিষয়ের কাগজপত্র যাচাই-বাছাইয়ান্তে সংম্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অগ্রায়ন। | আবেদন প্রাপ্তির 7 কর্মদিবসের মধ্যে প্রেরণ। |
প্রযোজ্য নহে।
|
জেলা শিক্ষা অফিসার
|
3
|
শিক্ষক/কর্মচারী নিয়োগে মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন। | বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন প্রদান। | আবেদন প্রাপ্তির 3 কর্মদিবসের মধ্যে প্রেরণ। |
প্রযোজ্য নহে।
|
জেলা শিক্ষা অফিসার
|
4
|
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা | বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের সুপারিশ এবং এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মনোনয়নসহ সুপারিশ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও আঞ্চলিক উপপরিচালকের দপ্তরে প্রেরণ। | আবেদন প্রাপ্তির 5 কর্মদিবসের মধ্যে প্রেরণ। |
প্রযোজ্য নহে।
|
জেলা শিক্ষা অফিসার
|
5
|
প্রশাসনিক
|
আয়ন ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন এবং অধীনস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দের ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দের বার্ষিক গোপনীয় প্রতিবেদন, ছুটি ও অন্যান্য প্রযোজ্য আর্থিক মঞ্জরী প্রদান। | আবেদন প্রাপ্তির 5 কর্মদিবসের মধ্যে প্রেরণ। |
প্রযোজ্য নহে।
|
জেলা শিক্ষা অফিসার
|
6
|
শিক্ষার গুনগত মানোন্নয়ন
|
জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষার গুনগত মানোন্নয়ের লক্ষ্যে মতবিনিময় সভা-সেমিনার, ইনহাউজ প্রশিক্ষণ আয়োজন, এমএমসি মনিটরিং, তত্বাবধান এবং প্রতিবেদন প্রেরণ। | প্রয়োজনানুযায়ী/ নিয়মিত |
প্রযোজ্য নহে।
|
ঐ
|
7
|
সহপাঠ্যক্রমিক কার্যক্রম।
|
স্কাউটস, গার্লস গাইড, বৃক্ষরোপন, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ( শীতকালীন ও গ্রীষ্মকালীন) আয়োজন। |
ঘোষিত সময়সূচী মোতাবেক।
|
প্রযোজ্য নহে।
|
জেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। |
8
|
তথ্য অধিকার আইন মোতাবেক তথ্য প্রদান। | তথ্য অধিকার আইন 2009 মোতাবেক চাহিত তথ্য সরবরাহ। |
ঐ
|
কাজের পরিমান অনুযায়ী। |
ঐ
|
9
|
প্রশিক্ষণ
|
শিক্ষকগণের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের আয়োজন ও প্রশিক্ষনের জন্য শিক্ষক মনোনয়ন। |
সময়সূচী মোতাবেক।
|
প্রযোজ্য নহে।
|
ঐ
|
10
|
অভিযোগ নিষ্পত্তি
|
কোন অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক নিষ্পত্তিকরণ ও ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ। |
15 কর্মদিবসের মধ্যে।
|
প্রযোজ্য নহে।
|
ঐ
|
11
|
উন্নয়ন কর্মকান্ড তদারকি
|
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম তদারকি ও ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ। |
যথাসময়ে।
|
প্রযোজ্য নহে।
|
ঐ
|
12
|
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সম্পাদন | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ জেলা শিক্ষা অফিসারের সাথে এবং জেলা শিক্ষা অফিসার আঞ্চলিক উপপরিচালকের সাথে নির্ধারিত সময়ে () চুক্তি সম্পাদন এবং ত্রৈমাসিক ভিত্তিতে অগ্রগতির প্রতিবেদনপ্রেরণ। | ঊর্ধতন কর্তৃপক্ষের প্রদত্ত সময়সূচী মোতাবেক। |
প্রযোজ্য নহে।
|
ঐ
|
13
|
ই-নথি কার্যক্রম বাস্তবায়ন
|
সরকারি ও বেসরকারি ডাক, চিঠিপত্র আদেশ ও তথ্য যথাসময়ে ই-নথির মাধ্যমে নিষ্পত্তি করা। |
নিয়মিত।
|
প্রযোজ্য নহে।
|
জেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। |
14
|
বিনামূ্ল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ | বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক সংরক্ষণ, বিতরণ এবং 01 লা জানুয়ারি পাঠ্যপুস্তব উৎসব দিবস পালন। |
সরকারি নিদের্শনা মোতাবেক।
|
প্রযোজ্য নহে।
|
ঐ
|
15
|
ছাত্র-ছাত্রীর উপবৃ্ত্তি
|
মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের ছাত্র-ছাত্রী উপবৃত্তি কার্যক্রমে সহায়তা ও তদারকি। | ঊর্ধতন কর্তৃপক্ষের প্রদত্ত সময়সূচী মোতাবেক। |
প্রযোজ্য নহে।
|
ঐ
|
16
|
মেধা তফসিলী উপবৃত্তি
|
শিক্ষার্থীদের মেধা বৃত্তি, তফসিলী সম্প্রদায়ের উপবৃত্তি বিতরণ। |
ঐ
|
প্রযোজ্য নহে।
|
ঐ
|
17
|
বিবিধ কার্যক্রম
|
জনস্বার্থে সরকারি নির্দেশনার আলোকে যেকোনো দায়িত্ব পালন। |
ঐ
|
প্রযোজ্য নহে।
|
ঐ
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস